জাতীয় দলকে বিশ্বকাপে নিয়ে যাওয়া,চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড করা,চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনে উঠে আসা,রিয়ালের হয়ে লা লিগায় সর্বোচ্চ গোল করা ফুটবলারদের তালিকায় চারে উঠে আসা-সবমিলিয়ে দারুণসব অর্জন নিয়ে ২০১৩ পার করেছেন রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।তবে তাতেই তুষ্ট নন এ ফুটবল জিনিয়াস।আগামী বছর আরোও অনেক ভাল করার প্রতিশ্রুতি দিয়েছেন ভক্তদেরকে।
গত রবিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে এ বছরের মিশন শেষ করেছেন রোনালদো।ওই গোলটি ছিল তার লা লিগা ক্যারিয়ারের ১৬৪তম গোল।আর সিআর সেভেন গোলটির মাধ্যমে ছুঁয়ে ফেলেছেন হুগো সানচেজকে।সাবেক মেক্সিকান তারকা সানচেজ ১৬৪টি গোল নিয়ে লা লিগায় সর্বোচ্চ গোল করা রিয়াল ফুটবলারদের তালিকায় চারে ছিলেন।আরেকটি মাইল ফলক স্পর্শ করা রোনালদো অবশ্য এখানেই থেমে থাকতে চান না।আরোও বড় কিছু করতে চান।২০১৪ সালে আরোও ভাল কিছু করার প্রতিশ্রুতি দিয়ে এরই ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি।রোনালদো লিখেছেন,২০১৩ যেভাবে কেটেছে তাতে আমি খুশি।বেশ ভাল ভাবেই কেটেছে বছরটি।তবে পরের বছর আরোও ভাল কিছু হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন