Simple Bangla News

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩

সিনেপ্লেক্সে অনন্তের চার

সম্প্রতি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স আয়োজন করতে যাচ্ছে 'দ্য এজে মুভি উইক'। আগামী ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহব্যাপী আলোচিত নায়ক অনন্তের নিজের প্রযোজিত ও অনন্ত-বর্ষা
অভিনীত ৪টি ছবি দেখানো হবে। চলচ্চিত্রগুলো হলো—গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত 'হূদয় ভাঙা ঢেউ', সোহানুর রহমান সোহান পরিচালিত 'দ্য স্পিড', অনন্য মামুন পরিচালিত 'মোস্ট ওয়েলকাম', ও অনন্ত জলিল পরিচালিত 'নিঃস্বার্থ ভালোবাসা এজে মুভি উইক প্রসঙ্গে অনন্ত জলিল (এজে) বলেন, 'এই মুভি উইকের মাধ্যমে আমার সকল ভক্ত-দর্শকরা আমার প্রযোজিত ও অভিনীত মুভিগুলো আবার দেখার সুযোগ পাবেন। আমি নিজেও দর্শকদের সাথে মুভি উপভোগ করার জন্য আগামী - See more

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন